Skip to content
Return & Refund Policy
- রিটার্নের সময়সীমা
- প্রোডাক্ট পাওয়ার ৭ দিনের মধ্যে রিটার্ন করতে হবে।
- রিটার্নের শর্ত
- প্রোডাক্ট অবশ্যই রিসেলযোগ্য কন্ডিশনে থাকতে হবে।
- প্যাকেট/প্যাকেজিং অক্ষত (intact) থাকতে হবে।
- খোলা বা ব্যবহার করা পণ্য রিটার্ন করা যাবে না।
- শুধু মন পরিবর্তন বা অযথা রিটার্ন গ্রহণযোগ্য হবে না।
- রিফান্ড প্রসেস
- যেভাবে পেমেন্ট করা হয়েছে, সেই মাধ্যমেই রিফান্ড করা হবে।
- যদি প্রোডাক্টে আসলেই সমস্যা থাকে, তাহলে রিটার্ন চার্জ আমরা বহন করবো।
- অযথা রিটার্ন করলে কাস্টমারকে শিপিং খরচ দিতে হবে।
- এক্সচেঞ্জ নীতি
- প্রোডাক্টে ত্রুটি থাকলে (defect) কোম্পানির খরচে এক্সচেঞ্জ করা হবে।
- অর্ডার মিল না পাওয়া
- অর্ডার অনুযায়ী সঠিক পণ্য না পেলে কাস্টমার অর্ডার বাতিল করতে পারবেন।